ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছেন তার নাম-
A রাজা ত্রিদিব রায়
B রাজা ত্রিভুবন চাকমা
C জুম্মা খান
D জান বখস খাঁ
Solution
Correct Answer: Option D
- জান বখশ খাঁ ছিলেন একজন চাকমা জুমিয়া নেতা যিনি 1769 সালে ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন।
- তিনি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বনবিহারী এলাকার একজন প্রভাবশালী নেতা ছিলেন।