- ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ বঙ্গোপসাগরের সর্বনিম্ন খাদের নাম। - এর সর্বোচ্চ গভীরতা ১,২০০ মিটার প্রায় । - সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দক্ষিণে এই খাদের অবস্থান। - এখানে প্রচুর মাছ ও ডলফিন পাওয়া যায় । - সোয়াচ অব নো গ্রাউন্ডের অন্য নাম গঙ্গাখাত।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions