হিন্দী ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচিয়তা --
A আলাওল
B আব্দল করিম সাহিত্য বিশারদ
C সৈয়দ সুলতান
D ড. মুহাম্মদ শহীদুল্লাহ
Solution
Correct Answer: Option A
-আলাওল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি ।
-তার শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী।
-এটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সীর ‘পদুমাবৎ’ অবলম্বনে রচিত।
-আলাওল রচিত ‘পদ্মাবতী’ কাব্যটি সম্পাদনা করেন আবদুল করিম সাহিত্যবিশারদ।