ওপেকভুক্ত  অ-আরব মুসলিম দেশ

A ইরাক

B লিবিয়া

C ইরান

D নাইজেরিয়া

Solution

Correct Answer: Option C

- ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন।
- বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।(১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়)।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।
- ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ -  আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন।
- ১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে।
- ওপেকভুক্ত  অ-আরব মুসলিম দেশ- ইরান।
- একমাত্র দক্ষিণ আমেরিকান দেশ: ভেনেজুয়েলা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions