১৭৩২ সালে বিশ্বের প্রচীনতম রেস্তোরা চালু হয়েছিল ইউরোপের একটি শহরে তার নাম ও রেস্তোরার নাম-
A ইটালীর মিলান শহর- মালদিনীয়ানি
B জার্মানীর হামবুর্গ শহর- ক্যাসানোভা
C স্পেনের মাদ্রিদ শহর- কাসা বোতিল
D ফ্রান্সের টুলোন শহর লাফ্রাঁন্সে
Solution
Correct Answer: Option C
- ১৭৩২ সালে স্পেনের মাদ্রিদ শহরে কাসা বোতিল নামে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁটি চালু হয়েছিল
- এটি বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃত।
- স্প্যানিশ রাজপরিবার এবং বিখ্যাত লেখক হার্নেস্ট হেমিংওয়ে সহ অনেক বিখ্যাত ব্যক্তি এখানে খেয়েছেন।