সালোকসংশ্লেষণ কোথায় ঘটে -

A রাইবোজম

B ক্রোমোজোম

C প্লাস্টিড

D মাইটোকন্ড্রিয়া

Solution

Correct Answer: Option C

-সবুজ রঙের এই প্লাস্টিডগুলিতে সালোকসংশ্লেষ প্রক্রিয়া ঘটে।
-এদের স্ট্রোমার মধ্যে ক্লোরোফিল অণুর উপস্থিতির জন্যেই এদের সবুজ রঙ হয়।
-ক্লোরোপ্লাস্ট মূলত থাকে গাছের পাতায়, কচি কান্ডের ত্বকে, ফুলের বৃতিতে এবং কচি ফলের ত্বকে।
-কিছুদিন পর ক্লোরোফেলের পরিমাণ কমতে থাকে, ক্যারোটিন ও জ্যন্থফিল বাড়তে থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions