মানব জীবন, মহৎজীবন, উন্নতজীবন, প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
A এস ওয়াজেদ আলী
B ইয়াকুব আলী চৌধুরী
C মোঃ লুৎফর রহমান
D মোঃ ওয়াজেদ আলী
Solution
Correct Answer: Option C
- চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক ডাঃ লৎফর রহমান রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’।
- এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ ‘মুসলিম সংস্কৃতির আদর্শ’ ‘ভবিষ্যতের বাঙ্গালি’।
- এয়াকুব আলী চৌধুরী রচিত গ্রন্থসমূহ ‘ধর্মের কাহিনী’, ‘শান্তিধারা’, ‘মানব মুকুট’।
- মো. ওয়াজেদ আলী রচিত গ্রন্থসমূহ ‘মরুভাস্কর’ ‘মহামানুষ মুহসীন’, ‘মণিচয়নিকা’।