Solution
Correct Answer: Option C
• Efface- মুছে ফেলা, নিশ্চিহ্ন করা, বিলোপ করা।
(ক) তে আছে, Improve – উন্নতিসাধন করা, উন্নতর করা (সমার্থক নয়)
(খ) তে আছে, Exhaust- (নিঃশেষ করা (সমর্থক নয়)।
(গ) তে আছে, Rub out- মুছে ফেলা (সমার্থক) ।
(ঘ) তে আছে, Cut out- থেমে যাওয়া, কেটে নেয়া (সমর্থক নয়) ।
সুতরাং সঠিক উত্তর (গ)।