সংবিধানে ৬৬ (১) অনুচ্ছেদে অনুযায়ী__
• প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকারপ্রধান অথবা মন্ত্রিপর্ষদের প্রধান হলেন প্রধানমন্ত্রী।
• বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে।
অন্যান্য পদে নিয়োগ প্রাপ্তির ন্যূনতম বয়স:রাষ্ট্রপতি - ৩৫ বছর।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী - ২৫ বছর।
স্পিকার - ২৫ বছর।
সংসদ সদস্য - ২৫ বছর।