"Adult cell’ ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?
A যুক্তরাজ্য
B যুক্তরাষ্ট্র
C অস্ট্রেলিয়া
D ফ্রান্স
Solution
Correct Answer: Option A
- যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের আওতাধীন স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোন ভেড়া ডলির জন্ম হয়।
- রোসলিন ইনস্টিটিউটের ভ্রূতত্ত্ববিদ ড. আয়ান উইলমুল ভেড়াটিকে ক্লোন করেন।
- ১৯৯৭ সালে ডলির জন্মের বিষয়টি ঘোষণা করা হয়।