বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে ? সকল সময়......... চেষ্টা করা প্রজাতন্তের কর্মে নিযুক্ত সকল ব্যক্তির কর্তব্য?
A জনগনের সেবা করবার
B রাষ্ট্রের প্রতি অনুগত প্রকাশ করবার
C সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করবার
D সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করবার
Solution
Correct Answer: Option A
বাংলাদেশ সংবিধানের ২১ নং অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারিদের কর্তব্য সম্পর্কে বলা হয়েছে।
২১(১) নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়ঃ
“সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকদায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।”
২১(২) নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়ঃ
“সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।