বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
A তিন নম্বর সেক্টর
B দুই নম্বর সেক্টর
C চার নম্বর সেক্টর
D এক নম্বর সেক্টর
Solution
Correct Answer: Option B
- ঢাকা জেলা ছিল ২ ও ৩ নং সেক্টরের অধীন কিন্তু ঢাকা শহর ছিল ২ নং সেক্টরের অধীনে।
- ২নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর কে এম খালেদ মোশাররফ এবং মেজর এ টি এম হায়দার।