প্রাণীর মল-মূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়-
A ইথেন
B মিথেন
C এমোনিয়া
D বিউটেন
Solution
Correct Answer: Option B
- স্তন্যপায়ী প্রাণীর মূত্রে ইউরিয়া নামক জৈব পদার্থ থাকে।
- ব্যাকটেরিয়ার মাধ্যমে ফারমেন্টেশন প্রক্রিয়ায় মিথেন উৎপন্ন হয়।
- ঈস্ট, ব্যাকটেরিয়া প্রভৃতি এনজাইমের প্রভাবে জৈব পদার্থের রাসায়নিক পরিবর্তনের নাম ফারমেন্টেশন বা গাঁজন।