কসোভো কোন দেশের প্রদেশ ছিল ?

A আলবেনিয়া

B সার্বিয়া

C রুমানিয়া

D গ্রিসে

Solution

Correct Answer: Option B

- কসোভো দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ।
- এটি আগে সার্বিয়ার প্রদেশ ছিল।
- ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আরও শতাধিক দেশ ইতিমধ্যে কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- কসোভোর স্বাধীনতা সার্বিয়া স্বীকৃতি দেয়নি।
- কসোভোর জনসংখ্যার অধিকাংশই জাতিগতভাবে আলবেনীয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions