যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ডের নাম কি?
A জর্জ ওয়াসিংটন
B আব্রাহম লিংকন
C রুজভেল্ট
D কেনেডী
Solution
Correct Answer: Option B
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।
- তিনি যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট।
- ১৯৬৫ সালে তিনি যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বন্ধ করেন। একই বছরে ওয়াশিংটনের এক নাট্যশালায় নাটক দেখার সময় আততায়ীর গুলিতে নিহত হন।