Solution
Correct Answer: Option A
পরের ‘ই’ বা ‘উ’ স্বরধ্বনি আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ‘ই’ বা ‘উ’ স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে । যেমনঃ "আজি (আ+জ+ই) শব্দের ‘ই’ আগে উচ্চারিত হয়ে হয়েছে 'আইজ'। (আ+ই+জ) । এরকমঃ
- সাধু>সাউধ,
- রাখিয়া> রাইখ্যা,
- বাক্য>বাইক্য,
- সত্য> সইত্য,
- চারি> চাইর,
- মারি> মাইর