Solution
Correct Answer: Option A
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'। ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (সেপ্টেম্বর, ১৯২২ খ্রিস্টাব্দ) প্রকাশিত হয়। এর প্রথম কবিতা প্রলয়োল্লাস। এই কাব্যগ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কাব্যগ্রন্থটি তিনি উতসর্গ করেছেন বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ।
কবিতাগুলো হলোঃ
- প্রলয়োল্লাস
- বিদ্রোহী
- রক্তাম্বর-ধারিণী মা
- আগমণী
- ধূমকেতু
- কামাল পাশা
- আনোয়ার
- রণভেরী
- শাত-ইল-আরব
- খেয়াপারের তরণী
- কোরবানী
- মহররম