একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

A ৩৬ ব. মি. 

B ৪২ ব. মি. 

C ৪৮ ব. মি.

D  ৫০ ব. মি.

Solution

Correct Answer: Option C

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর একটির দৈঘ্য a এবং ভূমি b হয়
তাহলে ক্ষেত্রফল = b/4 X √(4a2 - b2) বর্গ একক।
এখন ধরি,
ভূমি b=16 একক এবং অপর বাহুর একটি a = 10 একক |
সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = 16/4 X√(4 X 102 - 162)
                                      = 48 বর্গ একক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions