কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
A অগ্নিকোণ
B মরুশিখা
C মরুসূর্য
D রাঙা জবা
Solution
Correct Answer: Option D
- কাজী নজরুল ইসলামের সঙ্গীতবিষয়ক গ্রন্থ রাঙাজবা।
- মরুশিখা হলো যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ।
- মরুসূর্য হলো আ.ন.ম. বজলুর রশীদ রচিত কাব্যগ্রন্থ।