'গোষ্পদ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

A গোঃ + পদ

B গাভি + পদ

C গোষ + পদ

D গো + পদ

Solution

Correct Answer: Option D

-যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধি বা বিসর্গসন্ধির নিয়মগুলো মেনে চলে না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
-তৎসম শব্দের সন্ধিতেই শুধু নিপাতনে সিদ্ধ সন্ধি হয়। যেমন,
-নিপাতনে সিদ্ধ তৎসম "স্বরসন্ধি"-
-কুল+অটা= কুলটা,
-গো+অক্ষ= গবাক্ষ,
-প্র+ঊঢ়= প্রৌঢ়,
-অন্য+অন্য= অন্যান্য,
-মার্ত+অণ্ড= মার্তণ্ড,
-শুদ্ধ+ওদন= শুদ্ধোদন।

নিপাতনে সিদ্ধ তৎসম "ব্যঞ্জনসন্ধি"-
-আ+চর্য= আশ্চর্য,
-গো+পদ= গোষ্পদ,
-বন+পতি= বনস্পতি,
-বৃহৎ+পতি= বৃহস্পতি,
-তৎ+কর= তস্কর,
-পর+পর= পরস্পর,
-মনস্+ঈষা= মনীষা,
-ষট্+দশ= ষোড়শ,
-এক+দশ= একাদশ,
-পতৎ+অঞ্জলি= পতঞ্জলি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions