যমুনা সেতুর দৈর্ঘ্য কত?

A ৪.৫ কিমি

B ৪.৮ কিমি

C ৫.২ কিমি

D ৬.২ কিমি

Solution

Correct Answer: Option B

- যমুনা সেতু এর পূর্ব নাম বঙ্গবন্ধু সেতু। 
- যমুনা নদীর উপর টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্তঃএশীয় রেলপথের উপর অবস্থিত।
- যমুনা বহুমুখী সেতু (Jamuna Multi-purpose Bridge) নির্মাণে খরচ হয়েছে ৯৬২ মিলিয়ন মার্কিন ডলার।
- সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার ও প্রস্থ ১৮.৫ মিটার।
- প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করার জন্য সেতুটি ৮০-৮৫ মিটার লম্বা ১২১টি ইস্পাতের বিমের উপর স্থাপন করা হয়েছে।
- সেতুটিতে স্প্যানের সংখ্যা ৪৯ টি ও পিলার ৫০ টি।
- যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে যানবাহন ও ট্রেন চলাচলের জন্য রয়েছে ৪ লেনের সড়ক ও ২টি রেল ট্র্যাক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions