বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
A ৫৭ জন
B ৬০ জন
C ৬২ জন
D ৬৫ জন
Solution
Correct Answer: Option B
- সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠানের জন্যে ন্যূনতম ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতি থাকতে হয়। একে কোরাম বলা হয়।
- সংসদের বৈঠক চলাকালে যদি কখনো সদস্যের উপস্থিতি ৬০ জনের কম হয় সেক্ষেত্রে স্পিকার বৈঠক স্থগিত বা মূলতবি করে কোরাম পূর্ণ হওয়ার অপেক্ষা করেন।