A এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
B কম্পিউটার সার্কিটে জমা ময়লা
C এক ধরনের ভাইরাস দ্বারা কম্পিউটারে short circuit সৃস্টি
D কম্পিউটার সার্কিটে ঢিলা কানেকশন
Solution
Correct Answer: Option A
- কম্পিউটার ভাইরাস এক ধরনের প্রোগ্রাম যা ইন্টারনেট, ডিস্ক বা অন্য যে কোনো মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে পুরো কম্পিউটার সফ্টওয়ারে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে কম্পিউটারকে বিকল করে দেয় কিংবা ডকুমেন্টস নষ্ট করে ফেলে।
- সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস সম্পর্কে অবহিত করেন → Fred Cohere, ১৯৮৩ সালে।