Solution
Correct Answer: Option C
'কয়েকটি কবিতা' হচ্ছে একটি কাব্যগ্রন্থ ।
-এটি লিখেছেন সমর সেন
-এটি প্রকাশিত হয় ১৯৩৭ সালে।
-রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধারার বিপরীতে যে সকল কবি কলম ধরেছিলেন তাদের মধ্যে কবি সমর সেন উল্লেখযোগ্য।
-তাকে আধুনিক যুগের 'নাগরিক কবি' বলা হয়।
সমর সেন রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলীঃ
- কয়েকটি কবিতা (১৯৩৭),
- গ্রহণ (১৯৪০),
- নানা কথা (১৯৪২),
- খোলা চিঠি (১৯৪৩)
- এবং তিন পুরুষ (১৯৪৪)
- বাবু বৃত্তান্ত (১৯৭৮) ইত্যাদি।