তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয়?
Solution
Correct Answer: Option B
• উত্থাপন করে জমির উদ্দিন সরকার ।
• আইনটি জাতীয় সংসদে পাস হয় - ২৭ মার্চ, ১৯৯৬ সালে।
• রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন পায় ২৮ মার্চ, ১৯৯৬ সালে।
• পঞ্চোদশ সংশোধনীর মাধ্যমে এটি বাতিল হয় - ৩০ জুন, ২০১১ সালে।