ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?

A বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা

B প্রাদেশিক স্বায়ত্তশাসন

C পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ

D বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ

Solution

Correct Answer: Option A

- একুশ দফা ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা এবং পূর্ব বাংলায় মুসলিম লীগ শাসনের অবসানের উদ্দেশ্যে আওয়ামী মুসলীম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দলের সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট নামে একটি নির্বাচনী মোর্চা গঠিত হয়।
- এর রচয়িতা আবুল মনসুর আহমেদ।
- ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। একুশ দফার রচিয়তা আবুল মনসুর আহমেদ।
• এর উল্লেখযোগ্য দফাগুলো হল।
- এর প্রথম দফা বা দাবী ছিলো বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
- প্রাদেশিক স্বায়ত্তশাসন
- বিনা ক্ষতিপূরণে জমিদারী প্রথা বিলুপ্ত করা
- অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন প্রভৃতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions