দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
A লালমনির হাট
B নীলফামারী
C কুড়িগ্রাম
D দিনাজপুর
Solution
Correct Answer: Option A
• ১৯৭২ সালে ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশের লালমনিরহাট জেলার একটি ছিটমহলে পরিণত হয়।
• এটি ২০১৫ সালের ছিটমহল বিনিময়ের আওতা বহির্ভূত।