Solution
Correct Answer: Option C
সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু (300 মিটারের মধ্যে) বিস্তৃত সমতলভূমি বা সামান্য ঢেউখেলানাে নীচু ভূমিভাগকে সমভূমি বলে। উদাহরণ : নদী অববাহিকা ও সমুদ্র উপকূল অঞ্চলে সমভূমি গড়ে ওঠে।
উৎপত্তি বিবেচনায় সমভূমি কত প্রকার। যথা-
১। ক্ষয়জাত সমভূমি, ২। সঞ্চয়জাত সমভূমি, ৩। ভূআলোড়নজনিত সমভূমি ।