পৃথিবীর নিজ কক্ষ পথে আবর্তন গতিকে কি বলা হয়?

A আহ্নিক গতি

B অধিবর্ষ

C বার্ষিক গতি

D সরল গতি

Solution

Correct Answer: Option A

- পৃথিবীর নিজ কক্ষ পথে আবর্তন গতিকে আহ্নিক গতি বলা হয়।
- আহ্নিক গতির ফলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন ও রাত হয়।
- পৃথিবীর আহ্নিক গতির গতিবেগ প্রায় ১,৬৭০ কিলোমিটার প্রতি ঘন্টা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions