'পথের দাবি' উপন্যাসের রচয়িতা কে?

A ফররুখ আহমদ

B আহসান হাবীব

C শরৎচন্দ্র চট্টোপাধ্যয়

D কাজী নজরুল ইসলাম

Solution

Correct Answer: Option C

- খ্যাতনামা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পথের দাবি' ১৯২৬ সালে প্রকাশিত রাজনৈতিক পটভূমিতে লিখিত উপন্যাস, যা তৎকালীন সময়ে রাজরোষে বাজেয়াপ্তও হয়েছিল।
- তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো 'পরিণীতা' (১৯১৪), 'বিরাজ বৌ' (১৯১৪), 'বৈকুণ্ঠের উইল' (১৯১৬), 'দেবদাস' (১৯১৭), 'চরিত্রহীন' (১৯১৭), 'শ্রীকান্ত' (১ম পর্ব-১৯১৭), ২য় পর্ব-১৯১৮, ৩য় পর্ব-১৯২৭, ৪র্থ পর্ব-১৯৩৩), 'শেষ প্রশ্ন' (১৯৩১), 'বিপ্রদাস' (১৯৩৫)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions