Solution
Correct Answer: Option D
হ্যালির ধূমকেতু: ইংরেজি ভাষায় Halley's comet প্রতি ৭৫-৭৬ বছর পর পর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু।বিখ্যাত ইংরেজ জ্যোতিবিজ্ঞানী এডমানড হ্যালির নাম অনুসারে এর নামকরণ করা হয়।এর অফিসিয়াল ডেসিগনেশন হচ্ছে ১পি/হ্যালি, মাঝে মাঝে একে "কমেন্ট হ্যালি"তথা ধূমকেতু হ্যালি নামে ডাকতে দেখা যায়।হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্প মেয়াদি ধূমকেতু যা খালি চোখে স্পষ্ট দেখা যায়,সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে।১৯৮৬ সালে সৌরজগতের অভ্যনতর ভাগে এই ধূমকেতু শেষবার দেখা গেছে,২০৬১সালে এটি আবার পৃথিবীর আকাশে দেখা যাবে।