একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য গুণবিশিষ্ট দুটি বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখকে কি বলে?
A যমক
B শ্লেষ
C গুচ্ছানুপ্রাস
D উপমা
Solution
Correct Answer: Option D
উপমা অর্থ সাদৃশ্য বা তুলনা। অর্থালংকারবিশেষ এই অলংকারে একই ধর্মবিশিষ্ট দুই ভিন্নজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য কল্পিত হয়। যার সঙ্গে বা যার দ্বারা তুলনা দেওয়া হয় তাকে উপমা বলে। যেমন, 'রক্তের মত রাঙা দুটি জবাফুল' এখানে উপমান 'রক্ত'।