Solution
Correct Answer: Option C
- আইসোটোপ হলো একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই তবে নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন।
- চিকিৎসা বিজ্ঞানে কিছু তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার নিম্নরূপঃ
১. Tc-99m আইসোটোপটি দেহের হাড় বেড়ে যাওয়া এবং দেহের কোথায় ব্যথা হচ্ছে তা নির্ণয়ে ব্যবহার করা হয়।
২. ³²P আইসোটোপ রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।
৩. থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করতে ¹³¹I আইসোটোপ ব্যবহার করা হয়।
৪. ক্যান্সার কোষ ধ্বংস করতে তেজস্ক্রিয় ⁶ºCo আইসোটোপ ব্যবহার করা হয়। ⁶ºCo আইসোটোপ দ্বারা টিউমারের উপস্থিতি নির্ণয় করা যায়।