নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথ ভাবে ব্যবহৃত হয়নি?

A পহেলা বৈশাখ, ১৪০৭

B ২৬ মার্চ, ১৯৭১

C ডিসেম্বর ১৬, ১৯৭১

D ঢাকা, ২১শে ফেব্রুয়ারী, ১৯৫২

Solution

Correct Answer: Option D

A) পহেলা বৈশাখ, ১৪০৭

→ এখানে সাল এবং তারিখের মাঝে কমা ব্যবহার সঠিক।

B) ২৬ মার্চ, ১৯৭১
→ তারিখ ও সালের মাঝে কমা সঠিকভাবে ব্যবহৃত।

C) ডিসেম্বর ১৬, ১৯৭১
→ ইংরেজি পদ্ধতিতে আগে মাস, তারপর দিন, তারপর সাল — এতে কমা সঠিকভাবে আছে।

D) ঢাকা, ২১শে ফেব্রুয়ারী, ১৯৫২
→ এখানে দুইটি কমা ব্যবহৃত হয়েছে: "ঢাকা," এবং "২১শে ফেব্রুয়ারী,"।
বাংলা তারিখ লেখার সময় "স্থান, তারিখ" — এই ফর্ম্যাটে একটি মাত্র কমা যথাযথ।
এখানে "২১শে ফেব্রুয়ারী, ১৯৫২" এর মাঝে কমা অপ্রয়োজনীয়।
সঠিক রূপ- ঢাকা, ২১শে ফেব্রুয়ারী ১৯৫২

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions