Solution
Correct Answer: Option C
আর্সেনিক (Arsenic) এর পারমাণবিক সংখ্যা ৩৩।
এটি পর্যায় সারণীর ১৫তম গ্রুপে (নাইট্রোজেন গ্রুপ) অবস্থিত একটি ধাতুকল্প মৌল।
প্রতীক: As
পারমাণবিক সংখ্যা: 33
পারমাণবিক ভর: 74.922
বৈশিষ্ট্য: রূপালি-ধূসর রঙের ভঙ্গুর মৌল, যা বিষাক্ত হিসেবে পরিচিত।