যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন এবং সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
যেমনঃ
- আমি গেলাম কিন্তু সে আসল না
- তুমি আর আমি ছাড়া কেউ আসবে না।
- রাম এবং শ্যাম আজ দার্জিলিং যাবে।
- দেখে
যেন মনে হয় চিনি উহারে।
- হাসেম
কিংবা কাশেম এর জন্য দায়ী
সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার। যথাঃ
- সংযোজক,
- বিয়োজক এবং
- সংকোচক।