'হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী।'- বাক্যে 'কিংবা' কোন শ্রেণির অব্যয়?

A অনন্বয়ী

B সমুচ্চয়ী

C অনুকার

D অনুসর্গ

Solution

Correct Answer: Option B

যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন এবং সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
যেমনঃ 
- আমি গেলাম কিন্তু সে আসল না
- তুমি আর আমি ছাড়া কেউ আসবে না। 
- রাম এবং শ্যাম আজ দার্জিলিং যাবে।
- দেখে যেন মনে হয় চিনি উহারে।
- হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী

সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার। যথাঃ 
- সংযোজক, 
- বিয়োজক এবং 
- সংকোচক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions