বাংলাদেশের সংবিধানের পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয় কোনটি?

A কার্যনির্বাহী

B বিচার বিভাগ

C রাষ্ট্রপতি

D আইনসভা

Solution

Correct Answer: Option D

- বাংলাদেশের সংবিধানের পঞ্চম ভাগ (অধ্যায়) “আইনসভা” নিয়ে আলোচনা করে।
- এই ভাগে সংবিধানের ৬৫ থেকে ৯৩ অনুচ্ছেদ অন্তর্ভুক্ত, যেখানে সংসদ (জাতীয় সংসদ), সংসদ সদস্যদের যোগ্যতা-অযোগ্যতা, অধিবেশন, কার্যপ্রণালী, সংসদের অধিকার ও দায়মুক্তি, সংসদ-সচিবালয় ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions