যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রনয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশন সমুহ অভিহিত-

A দুটি রেডক্রস কনভেনশন নামে

B তিনটি রেডক্রস কনভেনশন নামে

C চারটি রেডক্রস কনভেনশন নামে

D ছয়টি রেডক্রস কনভেনশন নামে

Solution

Correct Answer: Option C

১৯৪৯ সালের জেনেভা কনভেনশনসমূহ (Geneva Conventions) চারটি আন্তর্জাতিক চুক্তির সমন্বয়ে গঠিত, যা যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষের সময় মানবাধিকার রক্ষার জন্য প্রণয়ন করা হয়। এগুলোকে সম্মিলিতভাবে "চারটি জেনেভা কনভেনশন" বা "Four Geneva Conventions" বলা হয়।

কনভেনশনসমূহ:
প্রথম জেনেভা কনভেনশন (1864/1949):
- যুদ্ধক্ষেত্রে আহত সৈন্য ও মেডিকেল কর্মীদের সুরক্ষা।

দ্বিতীয় জেনেভা কনভেনশন (1906/1949):
- সমুদ্রে আহত, নাবিক ও জাহাজডুবি-আক্রান্তদের সুরক্ষা।

তৃতীয় জেনেভা কনভেনশন (1929/1949):
- যুদ্ধবন্দীদের (POWs) অধিকার ও চিকিৎসা নিশ্চিতকরণ।

চতুর্থ জেনেভা কনভেনশন (1949):
- সামরিক-অসংলগ্ন নাগরিকদের (Civilians) সুরক্ষা, বিশেষত দখলকৃত অঞ্চলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions