ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন?
A ১৬৯০
B ১৭৬৫
C ১৭৯৩
D ১৮২৯
Solution
Correct Answer: Option B
বক্সারের যুদ্ধে (১৭৬৪ সাল) ইংরেজ বাহিনী পরাজিত হলে লর্ড ক্লাইভ মীরজাফরের নাবালক পুত্রকে বাংলার সিংহাসনে বসান। ১৭৬৫ সালে দিল্লির সম্রাট শাহ আলমের নিকট থেকে বার্ষিক ২৬ লাখ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে।