Solution
Correct Answer: Option A
‘বেটাইম’ শব্দটি একটি বিশেষ্য, যার অর্থ অসময়। ‘বে’ ও ‘টাইম’ একত্রে যুক্ত হয়ে গঠিত হয়েছে বেটাইম। এখানে ‘বে’ উপসর্গটি একটি ফারসি উপসর্গ এবং ‘টাইম’ শব্দটি একটি ইংরেজি শব্দ, যার অর্থ সময়। সুতরাং ‘বেটাইম’ শব্দটি ফারসি ও ইংরেজি শব্দযোগে গঠিত হয়েছে।