Solution
Correct Answer: Option D
- স্থায়ী সালিসি আদালত (Permanent Court of Arbitration - PCA)-এর সদর দপ্তর হেগে (নেদারল্যান্ডস) অবস্থিত। এটি একটি আন্তর্জাতিক সালিসি প্রতিষ্ঠান যা রাষ্ট্র ও বেসরকারি পক্ষগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে।
প্রতিষ্ঠা: ১৮৯৯ সালে (প্রথম হেগ শান্তি সম্মেলনে)।
ভূমিকা: আন্তর্জাতিক আইন অনুযায়ী সালিসি (arbitration) ও মধ্যস্থতা (conciliation) সেবা প্রদান।
অবস্থান: হেগের পিস প্যালেস (Peace Palace)-এ, যা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ)-এর সাথেও ভাগ করে নেয়।