'সস্ত্রীক' শব্দের ব্যাসবাক্য-
A স্ত্রীর সহিত
B স্ত্রীর সহিত বর্তমান
C স্ত্রীসহ বর্তমান
D সত্রীর সহিত বর্তমান যিনি
Solution
Correct Answer: Option B
সস্ত্রীক= স্ত্রীর সহিত বর্তমান। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার= বহুব্রীহি।