জাভা(java) প্রোগ্রামিং ভাষার জনক কে?

A ব্রেন্ডন আইক

B জেমস গসলিং

C জন বাকাস

D বিয়ার্নে স্ট্রোস্ট্রুপ

Solution

Correct Answer: Option B

- সান মাইক্রোসিস্টেম (Sun Microsystem) 90 এর দশকের গোড়ার দিকে জাভা ডিজাইন করার পরে এটি অতিদ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার একটিতে পরিণত হয়।
- জেমস গসলিং(James Gosling) কে জাভার জনক বলা হয় ।
- জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ওয়েব প্রোগ্রামিং সার্পোট করে।
- জাভার নিজস্ব প্লাটফর্ম আছে যেটাকে বলা হয় JVM (Java Virtual Machine)। এই JVM মূলত জাভা প্রোগ্রাম কে একটা Environment প্রদান করে যাকে বলা হয় JRE (Java Runtime Environment) এবং এর উপর নির্ভর করে জাভা প্রোগ্রাম রান করে।
- আবিষ্কারের সময় জাভার নাম দেয়া হয়েছিল ওক (Oak)।
- পরবর্তীতে ওরাকল কর্পোরেশন জাভার স্বত্তাধিকার কিনে দেয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions