বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? 

A রাজশাহী

B পাবনা 

C বগুড়া 

D সিরাজগঞ্জ

Solution

Correct Answer: Option C

- বাঙালি নদীর উৎপত্তি নীলফামারী জেলার তিস্তা নদী থেকে।
- উৎস থেকে নদীটি ঘাঘট নামে গাইবান্ধায় প্রবাহিত হয়।
- গাইবান্ধায় এসে এটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায়- একটি শাখা পশ্চিমে ঘাঘট নামে প্রবাহিত হয়ে শেরপুরে করতোয়া নদীতে গিয়ে পড়ে; অপর শাখা বাঙালি নামে দক্ষিণ দিকে এগিয়ে গিয়ে বগুড়ায় আবারো দুটি শাখায় বিভক্ত হয়। এই শাখা দুটি যথাক্রমে যমুনা ও করতোয়ায় গিয়ে পড়ে।
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions