মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?
A ১ জুলাই ১৯৯১
B ১ জুলাই ১৯৯৩
C ১ জুলাই ১৯৯৫
D ১ জুলাই ১৯৯৬
Solution
Correct Answer: Option A
- ভ্যাট বা Value Added Tax-এর বাংলারূপ হলো মূল্য সংযোজন কর।
- ১৯৯১ সালের অর্থ আইন দ্বারা বাংলাদেশে মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তন করা হয়।
- ১ জুলাই, ১৯৯১ থেকে এ কর ব্যবস্থা কার্যকর হয়।