কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা?

A ভাষার ইতিবৃত্তি

B আধুনিক ভাষাতত্ত্ব

C মনীষা মঞ্জুষা

D বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান

Solution

Correct Answer: Option C

- ‘মনীষা মঞ্জুষা’ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক মুহম্মদ এনামুল হক (১৯০৬-১৯৮২ খ্রি) রচিত এক সংকলন গ্রন্থ।
- দু খণ্ডের এ গ্রন্থের প্রথম খণ্ড ১৯৭৫ সালে এবং দ্বিতীয় খণ্ড ১৯৭৬ সালে প্রকাশিত হয়।

- ‘আধুনিক ভাষাতত্ত্ব’ গবেষণা গ্রন্থটি রচনা করেন আবুল কালাম মনজুর মোরশেদ।
- ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’ গ্রন্থটি সম্পাদনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।
- উল্লেখ্য ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত আরেকটি ভাষাতত্ত্ব হলো ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’।

মুহম্মদ এনামুল হক রচিত আরও কিছু গ্রন্থ:
- ঝর্ণাধারা (১৯২৮, কবিতা সংকলন),
- বঙ্গে সূফী প্রভাব (১৯৩৫),
- ব্যাকরণ মঞ্জুরি (১৯৫২)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions