Solution
Correct Answer: Option B
- বান্দুং শহরটি ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের রাজধানী।
- এই শহর থেকে ইন্দোনেশিয়া এর প্রধান ও রাজধানী শহর জাকার্তা ১৫০ কিলোমিটার বা ৯৩ মাইল দূরে পশ্চিম দিকে অবস্থিত।
- শহরটি জন সংখ্যার হিসাবে দেশের তৃতীয় বৃহত্তম।
- ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) গঠনের প্রেক্ষাপট তৈরি হয়।