বিশেষ্য, বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের পরে কোন প্রত্যয় বসে নামধাতু গঠিত হয়?
Solution
Correct Answer: Option D
বিশেষ্য, বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের পরে "আ" প্রত্যয় বসে নামধাতু গঠিত হয়। যেমন- বেত+আ= বেতা। এখানে বেত বিশেষ্য, আ প্রত্যয় এবং বেতা হলো নামধাতু। অনুরূপভাবে, বাঁকা+আ=বাঁকা ইত্যাদি।