মধ্য প্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল?

A ১৯৭৩ সালে

B ১৯৮১ সালে

C ১৯৯১ সালে

D ২০০৩ সালে

Solution

Correct Answer: Option A

• মধ্যপ্রাচ্যের তেলবমৃদ্ধ দেশগুলোর হঠাৎ করে একযোগে তেল রপ্তানি বন্ধ করাকে বলা হয় তেল অস্ত্র ব্যবহার ।
• মধ্যপ্রাচ্যের দেশগুলো ১৯৭৩ সালে সর্বপ্রথম তেল অস্ত্র ব্যবহার করে।
• উনিশ শ' তিয়াত্তর সালের আরব-ইসরায়েল যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে বিমানযোগে অস্ত্র পাঠাতে শুরু করলো
  - তখন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তেলকেই।
• তারা কমিয়ে দিল তেলের উৎপাদন,
• বাড়িয়ে দিল তেলের দাম,
• আর ইসরায়েলকে সামরিক সহায়তাদানকারী সব দেশে তেল সরবরাহ কমিয়ে দিল ।
• সারা পৃথিবীতে শুরু হলো তেল সংকট,
• কোনো কোনো দেশে তেলের দাম চারশ' গুণেরও বেশি বেড়ে গেল।
• এভাবে মধ্য প্রাচ্যে তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions