বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
A পেলে
B জিদান
C বেকেনবাওয়ার
D ম্যারাডোনা
Solution
Correct Answer: Option A
বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলের পেলে। তবে ইউরোপের একটি স্পোর্টস ম্যাগাজিন আয়োজিত এক জরিপে ৫০ বছরের সেরা খেলোয়াড় হিসেবে ফান্সের জিনেদিন জিদানকে স্বীকৃতি দেয়া হয়। এছাড়া ইন্টারনেট জরিপে ম্যারাডোনা।